Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২০

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ১৩-০৩-২০২০ খ্রিঃ তারিখ মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়কে নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন


প্রকাশন তারিখ : 2020-03-14

 

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক গত ১৩-০৩-২০২০ খ্রিঃ তারিখ মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয়কে নিয়ে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ।

 

প্রতিমন্ত্রী মহোদয় বলেন, ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মুজিব বর্ষের একটি বিশষ উপহার। ২০২১ সালে পদ্মা সেতু চালু হলে এক্সপ্রেসওয়ের গতি আরো বেড়ে যাবে। ৭৫ পরবর্তিতে দেশের উন্নয়নের গতি থেমে গিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে গত ১০ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখাচ্ছেননা, তিনি স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন।


প্রতিমন্ত্রী আজ মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট এবং মাদারীপুরের কাঁঠালবাড়ীঘাট এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, ১৭ মার্চ থেকে বছরব্যাপি মুজিববর্ষ শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বঙ্গবন্ধুর সমাধিস্থলে যাবেন। যাত্রী ও যানবাহন সঠিকভাবে পরিচালনার লক্ষ্য বিআইডব্লিউটিএ'র কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন। বছরব্যাপি যানবাহন চলাচল নিরাপদ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বন্দর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন এবং লঞ্চ ফেরি চলাচল সচল রাখতে প্রয়োজনীয় খনন কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন।    

 

ছবি দেখুন...